দাগ
-সৌমনা দাশগুপ্ত
হাওয়াতে জিভ মেলে দিয়ে দেখি খুসবু লুটানেয়ালি হাওয়াও ছেনালি করে বৃষ্টিকে ধুয়ে দেয়। আসলে এই জানলার ধারণা এক ইউটোপিয়া। বস্তত চারচৌকো এক ফ্রেম নিয়ে আর কতখানি আদিখ্যেতা করবে তুমি, অথবা দখিন হাওয়ার এই আকুলিবিকুলি নিয়ে জাহাজ ভাসিয়ে দেবে রংদরিয়ায়। তুমি সবুজ এক টুকরো রুমাল ফেলে দিতে পার মাঝখানে, মাঠও বসিয়ে দিতে পার, শুধু এই হাইফেনটুকু মুছতে মুছতে তোমার ইরেজার গুঁড়ো হয়ে যেতে যেতে মিলিয়ে যাচ্ছে আকাশের ফ্রেমে, সিপিয়া টোনে আঁকা এই দিকচক্রবালে
নেমে আসছে টুকরো টুকরো আগুন-বরফের ফলা, ফুলকি লেখা হল হলকা লেখা হল। তুমি তো আকাশ খেলতে এসে সেরিব্রাল হেমিস্ফিয়ার দীর্ণ করে নামিয়ে এনেছ কীট ও অন্ধকারে আচ্ছন্ন সেই ক্যানভাস, যার বুকে পেটে অনভ্যাসের ট্যাটুতে চিহ্নিত করা আছে লৌহ শলাকার দাগ, দাগ নয় আসলে কারাগারের বিস্তার লেখা হচ্ছে আহির-ভৈরবে ঘোষিত হচ্ছে এক একটা দিনের শুরুয়াৎ
(ছবিঃ ম্যাথিউ অ্যাবট)
No comments:
Post a Comment