ঢেউ
-শিবু মণ্ডল
১।
ঢেউয়ে ঢাকা অবসর
চেয়ার ছুঁতে চায়
বই-তাকে তুলে রাখা সেগুনের ফাঁকটুকু
জানলার বাইরে পালায়
২।
কালো ঢেউ সাদা ঢেউ
পূর্ণ অধিকার চায়
মিছিলে এসে মিশে তারা
বানভাসি দৃষ্টি ভেসে যায় কলার ভেলায়
৩।
রাতজাগা বাঁধ
ঘুমের ছদ্মবেশে নদী হতে চায়
ভাঙতে ভাঙতে নিজেকে
সংবাদ হয়ে যায় !
No comments:
Post a Comment