Friday, 15 June 2018

প্রাবৃষার কবিতা ৪

Image result for rain photography

'কন্ঠাশ্লেষপ্রণয়িনি জনে কিং পুনর্দূরসংস্থে'
                                      -তন্ময় ধর


রক্তাক্ত ঈশ্বরের বিজ্ঞাপন থেকে আমি সেই সশব্দ দেবদারুপাতা বের করে আনি। মৃত কাগজের ভাঁজে সে নৌকার অভিনয় করে। বোবা হাওয়ার শরীরে বৃষ্টি শুরু হয়। তিক্ত এক জন্মান্তরের গল্প থেকে এক টানে মুখোশ খুলে ফেলে শিশু অভিনেতা

মুখোশের ভিতর চিন্ময় চ্যাটার্জির গলায় বিঁধে আছে রাগ সোহিনী। ডাকনাম মুখস্থ করতে করতে বাতাস ফুরিয়ে আসছে। শূন্য জঠর, শূন্য বিছানা, শূন্য কোষপর্দা -কোথাও বোকা বৃষ্টি থামছে না। ভিজতে ভিজতে আমরা সিনেমা হলে ঢুকে পড়েছি

সে সিনেমা হল ভেঙে শপিং কমপ্লেক্স ঢুকে পড়ল আমাদের ভুলভুলাইয়ায়। ডিসকাউন্টের ছাতার নীচে তোমার গানটিকে দাঁড় করিয়ে রেখে আমি অন্ধকার ট্রায়াল রুমে ঢুকে পড়লাম। আর পাশের রেস্তোরাঁয় ঢুকে পড়ল মালাইচিংড়ির গন্ধ। 


(ছবিঃ ফিলিপ ওয়াগনার)





(ফটোঃ ক্রিশ্চিয়ান ক্যালজোন) 

No comments:

Post a Comment