Friday 15 June 2018

প্রাবৃষার কবিতা ৩

Image result for rain photography

রোমান্টিক বিষন্নতা
                           -রঙ্গন রায়


 _(উৎসর্গঃ জানুয়ারী)_


এখন থেকে ডিসিপ্লিনড হবো
সর্দি বাঁধাবো না আর কথায় কথায়


বান্ধবীদের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে
অর্ধেক জীবন কাটিয়ে দিলাম


সাঁতারের পোশাকে চশমা ছাড়া একবার ,
শুধু একবার দেখবো বলে বেঁচে আছি


দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে থেকো
সাইকেল আমায় নিয়ে পৌঁছে যাবে


ভুল করে অজস্র নারীকে ভালবেসে ফেলেছি
'শুধ্রে'টা শুধরে নিতে পারিনি


তুমি সমুদ্র ভালোবাসো , আমি পাহাড়
এ জন্যই নদী বয়ে যায়


বৃষ্টিতে সাইকেল ভিজছে
ঝড় চলছে ইথার তরঙ্গে


দার্জিলিং মেলের কামরায় আপার বাঙ্কে শুয়ে
ব্যোমকেশ পড়ছো , হুহু করে ভালোবাসা পেরিয়ে যাচ্ছে


'আমি বলি!' বলে তুমি চুপ করে গেলে
চুপ করে থাকা শিখছি।

১০
পরস্পরকে চিনে ফেলেছি আমরা
নিঃশব্দ তুষারপাত হচ্ছে দার্জিলিংয়ে

(ফটোঃ লিওনে ক্রেটেন) 

No comments:

Post a Comment