বিকল্প
-প্রদীপ চক্রবর্তী
নিজস্ব থেকে দূর , জল থেকে অদূর
ক্রমশ নিঃশেষের হলুদবরণ ফুল অবদি
সেও তো সাতসুর নিয়ে স্থির |
সময় তরঙ্গাবলি |
বিকল্প কুসুমিত পিয়ামুখ ,
কীসের টানে মরসুমি রেওয়াজে
দৃশ্যত যে মেয়েটি ,
প্রথমবার
ভুল
বিনিময় করে ...!
রক্ষিত বনের মতো আকাশছোঁয়া
শিশির বিষয়ী বসুধা ,
যে কোনো গোপন , একটুখানি ভাঙা পাত্র
একটুখানি ছা - পোষা সবুজ
চকিত ছড়িয়ে যায় ...
পূর্বাপর , স্পর্শাতীত ভুল থেকে
উপদ্রুত পতঙ্গের ঝাঁকে
মন্থিত পাখি ওড়ে ...
মুঠোর মধ্যে পাহাড়তলীর পাথর ...
পুনরাবর্তনহীন ,
স্পর্শাতীত শরীর থেকে ,
গোলপাতা
বনে
হেঁটে আসে
ছায়াবাঘ ...
( ছবিঃ জিয়ানে বেসেট )
এটি পরিচিত প্রদীপের বিকল্প
ReplyDeleteখুব সুন্দর!
ReplyDelete