Friday, 15 June 2018

প্রাবৃষার কবিতা ৭

Image result for rain abstract painting

চিরসখা হে
                    -সু চক্রবর্তী

সেই কবে বানভাসির জলে দেখা হয়েছিলো একবার
আর তারপর থেকেই ঈশ্বর আর আমি একে অপরের অপরিচিত।
নাম শোনা দূরে থাকুক গন্ধও শুঁকি না
রংগন ফুলের গুচ্ছ বুকে নিয়ে যে বার আগুন উঠেছিলো ধরায়
সেই দিনটা নাকি তার জন্মদিন ছিলো
কোলে মাথা রেখে এসব কথা বলেছিল আমায়

একে একে কেটে গেছে হাজার বছর


ঈশ্বর আমার কথা হয় না



আমি আজকাল ঈশ্বরহীন বেঁচে আছি

(ছবিঃ ইয়ুল ওলাইভার) 

No comments:

Post a Comment