আর্ট অফ লাইফ
-অনু সঞ্জনা ঘোষ
দু একটা ভুলের পর শিখে নিয়েছি পা গুনে গুনে চলা। পুরোনো স্বভাব, চোখে চোখ রেখে কথা বলা। মুঠো ভর্তি জড়ো হয়েছি আমি। কান জেগে শোনে বাতাসের কানাকানি....
শিরায় শিরায় এখন ছুটন্ত ঘোড়া। দাবানল গ্রাস করেছে লোহিত কনিকা।
মন মস্তিস্ক গ্রাফ শিখে নিচ্ছে।শিখে নিচ্ছে জ্যামিতিক ওঠা নামা।
হাওয়ার উড়বে পতাকা..
(ছবিঃশাটারস্টক)
No comments:
Post a Comment