Friday 15 June 2018

প্রাবৃষার কবিতা ২

Image result for rain photography

এখানে মদ্যপান মানা ১
                            -আকাশ গঙ্গোপাধ্যায়


শেয়ালে শেয়াল রাখছি
গিরগিটিগোষ্ঠিদ্বন্দ্বে দিয়ে
খেলাও এগোচ্ছে আর
পাজ্‌ল ফুরিয়ে আসছে হাতে
দূর দেখছ, আগুন রাখছ, লালা রাখছ স্থিতিস্থাপক জাল
সাপ ও সিঁড়ির মাঝে ঘুমিয়েছি বেহেড মাতাল



মগজ মগজ ঢেউ
বিজ্ঞান কলোনি থেকে উঠে আসছে নুয়ে পড়া মঠ
লাইন পড়ছে খুব
আধার দেখাতে হলে সীবনীসহায়
যে মহিলা নেই আর, বহু অ্যাকাউন্ট ঘেঁটে
গলার শব্দটুকু খুঁজে পাই ঠিকানাসমেত
এগাছে কাঁঠাল এলে ওগাছে খেজুর ঝরে যায়


দু’ফোঁটা চাঁদের রস
          প্রতিষ্ঠানে পা পিছলে যারা
ফোলিও বাদাম থেকে পাতা হয়ে ঝরে পড়ল ঘাসে
তাদের যত্ন নাও, ড্রাই ফুড, সাপ্লিমেন্ট দাও
আমাকে ধারণ করবে এতখানি জায়গা খুঁজে রাখো
একশৃঙ্গ হরিণ আনো, মেটে কাটো, পাঁজর পোড়াও
সৈন্যদল ভেসে যাক ব্রহ্মপুত্র-যমুনা কোরাসে


পাউডার শরীর মাখছি
তুষ দিয়ে উল্কি আঁকছি গমে
এসো হে উপত্যকা অববাহিকার কোলে বসো
এমন নষ্টযাত্রা লিঙ্গে বেঁধে সতত ওড়াও

কার বা রয়েছে সাধ্য, অশ্বমেধে ঘোড়া রুখে দেবে!



(ফটোঃ ম্যারি ডিনিন)

No comments:

Post a Comment