Friday 15 June 2018

প্রাবৃষার কবিতা ১১

Image result for abstract rain


 সাড়াশব্দ পিছিয়ে গেলে
                   -সম্পিতা সাহা

অনবরত পিছিয়ে পড়ছি,
কবেকার বাদামি আলো ছেঁকে নিয়ে
সবাই খেয়ে ফেলছে ন্যাড়াকান্না।

অত কথা বলতে হয় না এসময়...
সমস্ত ইমোটিকন পেনশন দ্যায় আমাদের,
নতজানু হয়ে বসে থাকে একটা ভ্যাবলা ঘ্রাণ
আর একটু একটু করে তোমাকে জুড়ে দ্যায় অন্য কারো সাথে।

কারবালার মাঠ থেকে তুলে আনি মৃত্যু,
অস্থি আর ঘি পোড়ার গন্ধ একেবারে এক...
একটা শুধু জলে ভাসে, আরেকটা মিশে যায় আদ্যোপান্ত।

কত কী কিনে আনি নিজের জন্য,
সমস্ত পছন্দ কেবল অভ্যেস'রা চেনে।
পোড়াজল। হাতে লেগে থাকে এলাহি আয়োজন।
অথচ হাতে হাত ঘষতে ঘষতে উঠে যায় চেনা উত্তর।

একটুআধটু করে কোনো মুখস্থই মনে থাকেনি একটানা...






( ছবিঃ লী ফিটস )

No comments:

Post a Comment