নিজস্ব জলাধার
-জয়ীতা ব্যানার্জী গোস্বামী
...পোড়াতে এমন পারো বলোনি কখনও
নাভি বেয়ে নেমে গেছে ,যেখানে গভীরে
প্রতিবিম্ব আলো হয়
ওর কেঁপে ওঠা শেষ ধাপে
ছায়া বোনা বট আর ছাতিমের একরোখা সুখ
বিলি কেটে ফিরে আসে
কাজলের খেয়ালি আঁচড়ে
পায়ের পাতায় স্নেহ অতলের ভেজা ঘ্রাণ যেন
আখরের টুপটাপ অধরে মিটিয়ে দেনা
ভ্রমর জমায়
নকশী কৌটো ভরে
আর
স্নানান্তে কবিতারা জল ভেঙে পাড়ে উঠে আসে
নীরবতা ভেঙে আসে সুসময় , জলের আদলে
জল ,
এমন পোড়াতে পারে ,বলেনা তবুও
No comments:
Post a Comment