Friday 15 June 2018

প্রাবৃষার কবিতা ১

Image result for rain photography

লিখন
        -উমা মন্ডল

এই যে দিগন্ত বিস্তৃত আয়ুরেখা
জঙ্গল নদী পাহাড় বহন করে এগিয়ে যায়
তার ওপর হাঁটতে ভালো লাগে।
এই যাত্রা অনন্তের
কখনও বন্ধ্যা জমির চোখের নীচে কালো দাগ ,
আবার কখনও পলাশের মৃত কোষের কান্না
রাত্রি আকাশের উজ্জ্বল ধ্রুব পাতায় লিখে নেয় ,
উঁকি দিয়ে তার খাতাখানি দেখতে লোভ হয়
খাতার আঁকাবাঁকা রেখাচিত্র তার ওপর জালের নিপুট বুনন ,
জন্মাষ্টমীর রোহিনী নক্ষত্র দেখে নিয়েছে
আমারই মতো কপাল কিনা।

তিমি জলে ডুবে থাকে
কখনও শ্যাওলা তুলে দিতে সূর্য হাত বাড়িয়ে দেয় ,
কপালের জমির ওপর এক কাকতাড়ুয়াকে
রেখেছি অশুভ বিদায়ের জন্য ,
তবুও ফুটো ফুটো গর্ত করে প্রত্যেকদিন
ছাই রেখে যায় মূর্খ দাঁড়কাক


( ছবিঃ গুগল ইমেজ)



            

No comments:

Post a Comment