Saturday 17 February 2018

উত্তরায়ণের কবিতা ৬

Image result for abstract painting armenia

লাভ-জেহাদ  
                   -শিবু মণ্ডল

সময়ের শূন্যতাবোধ জানা নেই, তাই
সমবেত উলুধ্বনির মত সন্ধ্যা ভেসে আসে
যে-দিনরাত মানুষ জয় করে ধরে রাখে
শঙ্খের ভিতর, থেকে থেকে তার ফুঁ বের হয়ে আসে
কেতন ওড়ায় বাতাসে আলো আর ছায়ার সীমানায়

মহাকাশে উড়ে যেতে যেতে এক বালিহাঁস দেখে ঋতরঙ ! দেখে
মার খাওয়া প্রেমিকের মত কিছুটা লজ্জা কিছুটা কুণ্ঠায়
পৃথিবী ঘুরছে অবিরত! তার কোনও জয় নেই
তার কোনও পরাজয় নেই , শুধু আছে ঘূর্ণনে নম্রতাবোধ
আছে ভালোবেসে পতন অভিমুখী এক নিশ্চিত যাত্রা
তার যাত্রাপথেই যত জীবনের জয়, আর আপেলের পরাজয় 



(ছবিঃ আর্শাইল গোর্কি) 

No comments:

Post a Comment