Saturday, 17 February 2018

উত্তরায়ণের কবিতা ১৩

Image result for abstract painting old indian artist


নতুন বাড়িতে 
               -নীলাব্জ চক্রবর্তী


নতুন বাড়িতে
ধীরে
মানচিত্র বড়ো হয়
আর
পাথরের গায়ে পাথর এসে পড়ে
শীতের গায়ে একটা রাস্তা এসে পড়ে
আঙুল ডিঙিয়ে
ফ্রেম অ্যানালিসিস ক’রে পাওয়া কবিতার ভেতরে
খালি পায়ে নেমে যাওয়া শব্দরা
স্থানাংক পাল্টে স্থির হয়ে আছে এখন
ধাতু লেগে থাকা হাতে
সময় খুলে ফেলে
ব্যবহৃত অনেকটা তুলো রাখা হচ্ছে
দিনের যেদিকটা ডিজাইন করতে করতে
পায়রা এসে বসবে
আর কিছুটা হেলে যাবে নতুন কবিতাটার অক্ষ...

( ছবিঃ প্রবীর বেরা )

No comments:

Post a Comment