নিভৃতচারিণী'র আত্মকথা
-পারমিতা চক্রবর্ত্তী
১)
মনের গোপন ভাঁজে জেগে ওঠে
বনভোজনের শব্দ
ফিরে আসে পৌষে'র চুমুকে'র আমন্ত্রণে
হে প্রিয়তম
শুরু হোক কলরব
বটের সারি জুড়ে নোনা জলের স্রোতে ভেসে যাক অতীতে'র ভিসুভিয়াস
২)
পৃথিবীর বুকে বয়ে যাওয়া
সাহসা বাতাস লেপে যায় পলাশ মুকুলে
যা কিছু স্বাভাবিক , নিয়মিত হোক
পেরেকের ছিদ্র'র মধ্যে
৩)
জাপানী ভাষায় কথা বলা'র মত
সাবধানে ঢুকিয়ে রাখি
তোমার চোখের ভাষা
বড় নিসঙ্গ বোধ করি আজকাল
মহাশূন্যে তাকিয়ে থাকা জোনাকী জ্বলে থাক
এই নিভৃতচারিণী'র আত্মকথায়
(ছবিঃ ভিক্টর হ্যুগো)
No comments:
Post a Comment