প্রেম - ১
-নীলাদ্রি বাগচী
যখন প্রথম প্রেমের গল্প কয়েক অক্ষরে এসে থামে তখন দীর্ঘ হয় আতশবাজির রাত । সাপের খোলস ওড়ে শুকনো বাতাসে। মশা বাড়ে। ঘুম বেড়ে যায়। শেষ মাঘ পর্দায় ঘন করে ভোর রাত। সকাল বসন্ত। এই প্রথম দুপুরে রোদ। বাদবাকি সব কয়েক অক্ষরে এসে নামে।
সুরঙ্গম অন্তরালে দিন গোনা হয় বিপরীতে। কৌমার্য্য রূপকথা পথে আঘাটায় ঘোরে। শোনে লোকে। জিইয়ে রাখা স্মৃতি পায় মেথির জলের সম্পদ।
অসুস্থ প্রত্যক্ষ হয়। পাটাতনে পাটাতন ঠুকে ইমারত নির্মাণ চলে। কাঁটা চামচের মতো সরল বিন্যাস কাটাছেঁড়া করে যায়। চারপাশ বদলায় । বাংলা ভাষার মতো অবধারিত অযত্নে ফুরিয়ে আসে। পড়ে থাকে কয়েক অক্ষর....
(ছবিঃ মাধুরী কাথে)
No comments:
Post a Comment