পলাশের মাস
-জ্যোতির্ময় বিশ্বাস
১
আমি আগে ভাবতাম, আকাশটা মোমের মতো।
আজ, ভাঙলো ভুল। পাখিটা অনেক উঁচুতে
দূরে উড়ে গেলো, ছটফট করলো পাখিসুলভ
সৌন্দর্য্য নষ্ট ক’রে, নষ্ট ক’রে ক’রে আকাশমাত্রা ভেদ ক’রে দৃষ্টির অতীত হ’ল। অথচ আকাশের তিল অংশও ভাঙলো না। আমি ভেবেছিলাম মোমের আচ্ছাদন, কার যেন মিহি কাজ, আঘাতমাত্র ভাঙবে। কিন্তু, কই...
২
ইঞ্জেকশন নেয়ায় একটা বোধ থাকে
কিছু সেরে উঠবে, ভালোর জন্যই তো...
আর কিছু কিছু সূচ, শুধু শুধু ব্যথা দেয়।
৩
যে স্পন্দন ধরতে শিখিনি,
তা'ও প্রাণ। বিনিশ্বাসের।
অমৃত সংস্পর্শ বয়ে যায়।
৪
আমি আর ক্রুদ্ধ নই। শুধু দুঃখিত।
আমার গানের সমস্ত ভুল রবীন্দ্রনাথের
গানে শুধরানো আছে।
৫
যেদিন সব জেনে যাবো। প্রাণ। নির্বাক হবে। এত দৌড় তৈরি হবেনা। এত দূর তৈরি হবেনা। হু হু থাকবে, কিন্তু বহু থাকবেনা। একমাত্র হব।
আহা! কি বোধ! অপূর্ব!
ReplyDelete