Saturday, 17 February 2018

উত্তরায়ণের কবিতা ৭

Image result for palestine abstract painting


বোধিপর্ব
         -বেবী সাউ 

এক।

শীতাবসানে কি কি পড়ে থাকে?--- কিছু ভাঙাচোরা গল্প, হলুদাভ পাতা আর কয়েকটি দৃষ্টি এড়ানো লাল শাকের চারা। ততদিনে আমাদের সমস্ত ক্ষুধা আবার জেগে উঠেছে, সমস্ত চোখ ঢুকে পড়ছে মুরগীর ক্ষেতে। আর এই বসন্ত- প্রাক্কালের হৃদয় দগদগে মেরুদণ্ড চুরির প্রসঙ্গ ভাবছে। যাতে সহজেই শিকার করায়ত্ত করা যায়। যাতে ঝলসে নেওয়া যায় সুস্বাদু সম্পর্ক।

দুই।

রঙে রঙে ভরে উঠছে চোখের সংসার। আড়মোড়া ভেঙে ওঠে আসছে পলাশের বন। বন্ধুর সমতলে ঘুরে বেড়ানো ঘোড়েল, ভাবছে শুয়োপোকা ততটাই গুরুত্বপূর্ণ, তোমার ঘৃণার কাছে যতটা জেগে থাকে জন্মমৃতশোক।



(ছবিঃ সামিয়া হালাবি) 

2 comments: