Saturday 17 February 2018

উত্তরায়ণের কবিতা ৪



জন্মভূমি
          -জয়া গুহ (তিস্তা)

মৃত্যু যখন মিথ্যে মতন ব্যথার নীচে ক্ষয় পাবে অক্ষরে
তখন তুমি, তখন আমি নিত্যনতুন স্বপ্ন বোনার ছলে
এদিকওদিক ঝর্ণা ফোটায়, এখানওখান উড়ন-বাজির-ছুট
কেউ কখনো বুনছে শরীর,কেউ তখনো পেরোচ্ছে রং-রুট
শত্রুদের ও দন্ড হবে,দুচার কলম প্রেমের কবিতার
লেখার পরে ছাপ রাখা ভুল
ঠোঁট কিনারে অসুখ-অপেক্ষার
ভুল ছেড়ে ভুল অন্য কোথাও জন্ম নেবে
নষ্ট কোনো রাতে
শুদ্ধ হবেই সেদিন সবাই অন্য অন্য শরীর-সর্বনাশে
সভা ও হবে উচ্চস্বরে,মদের পিপেয় উপচানো সুর, আর
গ্যালারিতে ধর্মযাজক! কোরান-শরীফ মাইক্রোফোনে তার
জলের নীচে মেঘ দেখা যায়,আমার বুকে তেমনি আছ তুমি
শাশ্বত প্রেম,রক্ষাকবচ! বুকের ভাঁজে
আমার জন্মভূমি।


(ছবিঃ গ্যালপ দ্য কাবালোস) 

No comments:

Post a Comment