Saturday, 17 February 2018

উত্তরায়ণের কবিতা ৮

Image result for uzbekistan abstract painting


অনন্তর ফুটছে জারুল
                 -হাসান রোবায়েত 

আমার সংকটে শোভায়, আমি বারবার তাকিয়েছি বাড়িটার দিকে—তুমি বলতে, 'পাখিদের সমস্ত ডিম ফোটার আগেই সেরে যাবে তারাদের ক্ষত'—না হলে, এই সমুদ্রসয়লাব পানিতে কী করে ফেরা যায় বাড়ি—!

এমন কি গোলাপের ঝাড়েই এখনো আটকে আছে আমার পৈতৃক ভিটা—ওই যে পেয়ারার বাতাস উড়ে আসছে আর পরিত্যক্ত আকাশের নিচে হাটখুড়ে গরুটা জাবর কাটছে শ্লেষ—

আত্মহত্যার দিকে তাকিয়ে অনন্তর ফুটছে জারুল—!



(ছবিঃ ভিক্টর পাঞ্চেঙ্কো)

No comments:

Post a Comment