অন্য ভুবন
-পিয়াল রায়
হারিয়ে যাওয়ার আগে
হারানোর জরুরী ইচ্ছে থাকা দরকার
যে কবি অভুক্ত বেদনা ভুলতে পারে নি বলে
শেষপর্যন্ত বেছে নিলো ছায়ার শরীর
প্রচন্ড গ্রীষ্মে শিরিষের ডালে ঝুলে ঝুলে
দোল খেলো, কবিতা পোড়ালো ছেলেবেলার
গোপন করেনি সে কোনো কথা
পুকুরের জলে চাল ফেলে ভাত ফুটতে দেখেছিল সে
ভাতের গন্ধ এমনই উতলা করেছিল তাকে
শালুকের ডাটায় শিরিষ ফুল গেঁথে
চিনেছিল প্রাচীন বর্ষা
আমরা তাকে অনুমতি দিই বা না দিই
সে হারিয়ে যেতই
এক জন্ম থেকে অন্য জন্মে প্রবেশের টানে
(ছবিঃ রামকিঙ্কর বেইজ)
No comments:
Post a Comment