Saturday, 17 February 2018

উত্তরায়ণের কবিতা ১৪

 Image result for abstract painting old indian artist

রুট ম্যাপ ও মেয়েটি
                    -অনু সঞ্জনা ঘোষ 



নির্বাসন লিখছি। ভাঁজ করা শরীর এখন শীতঘুমে। বহুকাল কিছু লেখা হয়নি। শব্দেরাও ফিরে গেছে। একে একে পার করছি মহানন্দা, অজয়, দামোদর। তারপর ভিড়ের মাঝে খুঁজে নেবো একদল সাদা পায়রা। চোখ নামে যে মেয়েটি বসন্ত এঁকে ছিল শেষ ট্রেনে তার ফিরে যাবার কথা। লাল মাটি, আগুন পলাশ, মহুয়ার বন আর অরণ্য পাতায় পাতায়। জানালার ওপারে  রং বেরঙের ঘুড়ি। জানালা আমায় উড়তে শেখায়। আমি ডানা মেলি পাতায় পাতায়। চুরি করা জলে ঈশ্বর লিখি। ঈশ্বর লিখি নিঃশ্বাসে।

পৃথিবীর পায়ে পা রেখে আমি পৃথিবী হাঁটি নিঃশব্দে...

( ছবিঃ হুফ্রিশ দুমাসিয়া )

No comments:

Post a Comment