Saturday, 17 February 2018

উত্তরায়ণের কবিতা ৯

Related image


আশ্চর্য ফুঁ 
              -সুতপা চক্রবর্তী 


পুরো শরীরে
একটা মুখ চোখহীন যৌনবোধ
রতিক্রীড়ার পাড়া জুড়ে ঝুলছে অসংখ্য বাবুই পাখির বাসা
যেন এইমাত্র গমগমা আগুনে বুদবুদ ওঠা বাষ্প
অথচ কী আশ্চর্য ফুঁ দিলে তারা নিভছে না  বরং ছড়িয়ে পড়ছে এদেশ ওদেশ
যোনিলিঙ্গচিতায়।

বহুকালব্যাপী কোনো উৎসব হয় না

আমরা বহুকাল ধরে অযৌনস্পর্শা


(ছবিঃ ওলেগ লিপচেঙ্কো) 

No comments:

Post a Comment