Monday, 20 January 2020

হিমেল মাসের কবিতা ১

Related image

পরবর্তী
              -নিবেদিতা নাগ মজুমদার


আমি আসব বলেই এতদিন-

রেল লাইনের পাশে
ঝুপড়ি গুলোর পিছনে হারিয়ে যাওয়া দেখতে দেখতে
এগিয়ে চলেছ তুমি,

শতযোজন মাঠ-ঘাট, গাছ-পালা
বাড়ি গুলো পিছনের দিকে দৌড়ে যাচ্ছে..

আকাশের মেঘ, ওড়ার ক্ষমতা হারিয়ে
তোমার এগিয়ে যাওয়া দেখবে বলে
ভীড় জমিয়েছে অনন্তে,

কি আশ্চর্য! স্টেশনে দাঁড়িয়ে থেকে থেকে আমিয়ো পিছিয়ে গেছি অবিরত।

ধরাছোঁয়ার বাইরে চলে গেলে
একঝলক দেখতে পাই!

প্রতিবারের মত
এবারেও আমার ট্রেইন মিস হয়ে গেছে।

(ছবিঃ ওলেগ কোরোলেভ )

No comments:

Post a Comment