Monday, 20 January 2020

হিমেল মাসের কবিতা ৪

Related image

কৃষক
              -জ্যোতির্ময় বিশ্বাস


কবিতা জড়িয়ে একরকম মাটি শেখা হল
অংক, যা পারতাম না, সেই ভয় কেটে গেল। যা এখন
অসহায়ভাবে পারি, সেই
কল্পনা করার জন্য পা ছড়িয়ে টানটান
হয়ে বসতে হয় না।
মাথার ভিতর জায়গা জুটে যায়। জায়গাভরা
অতিনিচু জলাটির মতো সময় রোয়া ঋতুটি সেখানে।
আমি যে কৃষক হবো, সেও যে কৃষক ছিল, কেউ যে
অন্য নয়…
কবিতা জড়িয়ে কিছু কৃষিকাজ শেখা হল।

(ছবিঃ কুর্ট সেলিগমান)

No comments:

Post a Comment