Monday 20 January 2020

হিমেল মাসের কবিতা ৫

Image result for war painting surreal

আঁধারশীলা
                       -পিয়াস মজিদ

আঁধার-
কৃষ্ণজাতিকা
অাঁধারই আমার সাজবাহার

আলো-
তুমি অন্ধকার হলে গন্ধরাজ,
সে আঁধার অধিক আলোর

আঁধার-
তুমি দিবাবতী
আমি সন্ধ্যার সওয়ারি

আলো-
উজিয়ে তোমার কালো বীণাপাহাড়
জমা আছে যা কিছু বলার আমার

আঁধার-
তোমার গীতবাস্তবে
আমার স্বপ্নও মেলায় অসুরে

আলো-
তবু কেন টের পাই স্পর্শের স্পর্শ!
অন্ধের স্পর্শের মতো...

আঁধার-
সব অন্ধকার ফুলগাছ
আমার জীবন তোমার
মরণের অনুপ্রাস

আলো-
শূন্য সব আমার
তবু তুমি
শূন্যের কৃষ্ণতায় ভরাট

আঁধার-
আলো আসবেই
দিকে দিকে
বৃদ্ধ মৃত্যুরও চলে নবীনবরণ

আলো-
এসো আঁধার এসো
জাগিয়ে জাও জীবন কালকৃষ্ণ...

(ছবিঃ জোয়া মিরো) 

No comments:

Post a Comment