শিলালিপি
-বিপ্লব গঙ্গোপাধ্যায়
অপমান থেকে কেউ ফিরে আসছে ওই
তার চোখে দীঘিটির ছায়া
যে দীঘি শান্ত কিন্তু নিরুত্তেজ নয়
জলভারে ঢেউ দুলে উঠে
গরম বাতাস এসে ছুঁয়ে যায় ঠোঁট জিভ চোখের উত্তাপ
ঝড় হয়
সোল্লাসে লাফিয়ে ওঠে তামাদি আক্রোশ
কিন্তু কী শুদ্ধ তার হজমক্ষমতা
সমস্ত চিবিয়ে নেয় মতিচ্ছন্ন সব বিরুদ্ধতা
তবু কোন শিলালিপি লিখে রাখে উপেক্ষার হিসেব নিকেশ।
(ছবিঃ আলবের্ত গ্লেইজেস)
No comments:
Post a Comment