Monday, 20 January 2020

হিমেল মাসের কবিতা ২

Related image

কার্ল মার্ক্স
              -অনিমেষ সিংহ

রাষ্ট্র যদি মানুষকে, ভালোবাসা দিতো,
তবে, কার্ল মার্কস, শুধু সনেট-ই লিখতেন, সারা জীবন।

মানুষকে বাঁচার অধিকার দিলে, লেনিন একজন ঔপন্যাসিক হতেন।
মাও সে তুং, হতেন, খুব ভালো খেলোয়াড়।

ধর্ম যদি, মানুষকে মর্যাদা দিত
-কমিউনিস্ট পার্টির অফিসে,
একটি শিবমন্দির নির্মাণ করতেন
নকশালবাড়ির লোকেরা;

মানুষকে স্বাধীনতা দিলে, চে,
তোমার প্রয়োজন ছিলো না পৃথিবীতে।
আমিও হিন্দুর গান গাইতাম
আমিও মুসলমানের গান গাইতাম

আমিও, ইহুদি বা খ্রিস্টান হয়ে যেতাম।

আজও, ছুঁড়ে দেওয়া রুটির টুকরো মুখে তোলার থেকে
আমি পছন্দ করি, বিপ্লব।

আজও কার্ল মার্ক্স, ভীষণ প্রাসঙ্গিক

(ছবিঃ ভ্লাদিমির কুশ )


No comments:

Post a Comment