Monday, 20 January 2020

হিমেল মাসের কবিতা ৭



পাখিবেশ
             -শিবু মণ্ডল

তুমিও পাখির বেশে ডানা মেলাকে মুক্তির সমার্থক ভেবে নিলে!

গাছের ডালে কোনও ডাক নেই, বাসার বাঁধনে কোনও গ্রন্থি

ওড়াকে ধ্রুবক ধরে ব্যক্তিগত ক্ষুধা বাতাসে ঘুরে ফেরে



শিকড়ে কোনোকালে রং ছিল না। তবু নিজস্ব ভ্রমকে

বালির উপর হেঁটে চলা পাখি ভেবে নিলে



স্বপ্নে কখনো কখনো ডাহুক হাঁটে অভ্যাসে

পরিযায়ী সংসর্গে লিপ্ত হয় প্রিয় শিল্পীর গড়া তাঁবু ও রাত্রি

কথা হয় এলোমেলো নিজের সাথে মাটির পাখির

(ছবিঃউইফ্রেদো ল্যাম) 

No comments:

Post a Comment