Thursday 28 March 2019

কুসুমের মাসের কবিতা ১

Image result for russian b/w abstract painting

প্রত্যাবর্তন,যেমন যেটুকু
                               -পিয়ালী বসু ঘোষ 

আধপেটা স্বপ্ন বেঁচে দিনশেষে ঘরে ফিরি
শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে
সরিয়ে নিই হু হু ক্ষত

সন্ধ্যা বয়ে গেছে
মেটে সিঁদুর পরিয়ে ঘরে এনেছিলাম যে কমলাকামিনীকে
তার পরনের শাড়ির ভাঁজে লুকিয়ে রাখি
অশ্রুসিক্ত সঞ্চয়

শেষ প্রহরের কুয়াশা কাটলে
বিরহী চাঁদ ঢলে পড়ে রুদ্রদেবের ফাটলে
এসময়ে শরীর মাত্রাহীন ঠান্ডা
তুমুল আলোড়নেও শান্ত অকেজো কিম্বা মৃত

কালঘাম ফেলেও পাথর জাগেনা
সাঁই সাঁই চাবুকের শব্দের ভিতরেই
আবার তলিয়ে যাই ঘুমে

স্বপ্নে আসে সময়, শোক, বিলাস
মানবিক যা কিছু আভরণ খুলে
প্রাগৈতিহাসিক এক আলোর ভিতরে
হেঁটে যাই অপেক্ষমান আগন্তুকের খোঁজে
একজীবন গোধূলি নিয়ে সম্বল

(ছবিঃ মার্শেই দুশঁ)


No comments:

Post a Comment