চারিদিকে এত রক্ত কেন প্রকাশিত
-শিবু মণ্ডল
ঋতুরাজ তোমার হাতের নখে একটি আঁচড় কেটে দাও
এই নিহিত ব্যাথার বুকে!
রঞ্জিত বসন্ত মাপার তালগোল পাকানো হিম
ধরে মেপে মেপে যে পলাশতুমি সাজিয়েছ তা কি
তোমাকে মানায়?
চারিদিকে এত রক্ত কেন প্রকাশিত!
কেউ জ্বলে গেলে পাখিরালয় থেকে উড়ে যাবে পাখি
কেউ নিভে গেলে পরিযায়ী পাখিরা আসবে না আর
কিছু ফিনিক্স ডানা মেখে নেবে অক্ষরে
ফায়ারিং বসন্তে দাঁড়িয়ে।
চারিদিকে এত রক্ত কেন প্রকাশিত!
এসো, ঝুলে থাকা ভালোবাসা ধীরে ধীরে
নেমে এসো, দাঁড়াও একই পংক্তিতে!
(ছবিঃ ট্যামারা দ্য লেম্পিকা)
No comments:
Post a Comment