Thursday 28 March 2019

কুসুমের মাসের কবিতা ৬


Composition VII (1913) - Kandinsky Wassily

যদি
         -নিবেদিতা মজুমদার


যদি এমন হত
বসন্ত বলেছে, পলাশে রাঙাবোনা বন,
ভুলে যেয়ো রঙের রেখা সমঝে অযতন!

যদি এমন হত
হলুদ বিলাপ চৈত্র বোঝেনা আর,
মন নেবেনা প্রেমের ব্যয়ভার।

যদি এমন হত
তোমাকে বুঝেও বুঝিনি ভাবছ,
আসলে কতবা খবরাখবর রাখছ?

যদি এমন হত
ঢেউ ছুঁয়ে গাঙচিল সুখে
একা সাঁঝে ফিরেছি বিমুখে-

যাই হত, তাই হত কন্সপিরেসি
আমরা আসলে আমাদিগকেই ভিড়েছি!

(ছবিঃ ভাসিলি ক্যান্ডিনস্কি)

No comments:

Post a Comment