Thursday, 28 March 2019

কুসুমের মাসের কবিতা ৪

Black Nebula - Clint Fulkerson

আশ্রয়
            -নীলাদ্রি ভট্টাচার্য
       

দুমুঠো আশ্রয় গন্ধে উতলে ওঠা জল
ভাসমান তন্ডুল
তারপর আধভেজা শব্দভার
                 অতলস্পর্শী পিঁপড়ে বৃষ্টি।

কাগজের উঠোন পিচ্ছিল ঢেউ চোখ
উড়ে প্রেক্ষাপটহীন পুরোনো বাতাস
আতপ এঁটেল বসন্ত ঘাস
অপরিচিত স্যাঁতসেঁতে অনুগল্পের ঘাটমাঝি ।

সময় গার্হস্থ্য মাটির মাপকাঠি
বিকেলে চিৎকার পুড়িয়ে
গুঁড়ো গুঁড়ো কষ্টার্জিত ভাতের মুগ্ধতায়
দাঁড়িয়ে থাকে আলপথের খালি পা।



(ছবিঃ অ্যালিস হাম্ফ্রে) 

No comments:

Post a Comment