Thursday, 28 March 2019

কুসুমের মাসের কবিতা ১১

Image result for cubist abstract paintings

সাঁকো, নদী, সিগারেট ও একটি গল্প
                                                   -সুপর্ণা মন্ডল




ব্রিজের উপর দিয়ে একটার পর একটা বালির ট্রাক
চলে যাচ্ছে, ঝাঁকুনিতে বালি পড়ে যায় অনেকটা।
“পড়ে যাবে বলেই ওরা বেশি করে ভরে আনে।”



এই নদী, জলজ বাতাস, তোর এড়িয়ে যাওয়ার দৃষ্টি
কোন দাবী করে না তো। যে কেউ এসব ফেলে
চলে যেতে পারে।



“এখানে সিগারেট খেতে ভালো লাগে।”
টান শব্দটাও ওই দু’-আঙুলের ফাঁকে।



গল্পটা মামুলি। একটা মেঘ ঘনিয়ে এলো।
বৃষ্টি কিন্তু হ’ল না শেষ অব্দি।

(ছবিঃবেরালীন বিলানুয়েভা)

No comments:

Post a Comment