ও পলাশ....
-সুমনা দত্ত
আরেকটা করে বসন্ত আসে
আর যৌবনের সব রঙ বিবর্ণ আবছায়ায়
লীন হয়ে যায় মোহগ্রস্ত মরীচিকার মতো।
ফোঁটা ফোঁটা দুপুর গড়ায় জানালায়।
ক্লান্ত চোখ বুজতে গিয়েও দাঁড়িয়ে থাকে সূর্য,
হলুদ পাতার অভিসার এলোমেলো করে দেয় কালো পিঁপড়েদের সারি।
নির্জনতা রাস্তায় বসে
এবং ভাবে,
তোমার ঘাড় হেলানো সম্মতির জন্য বাড়ি ফেরা হল না যার,
তার জন্য শাখা আলো করে লালচে ফুল ফুটিয়েছ পলাশ?
(ছবিঃ কাজিমির ম্যালেভিক)
No comments:
Post a Comment