Thursday 28 March 2019

কুসুমের মাসের কবিতা ৫


Black Iris III (1926) - Georgia O’Keeffe

যুদ্ধক্ষেত্র থেকে
            -অনিমেষ সিংহ

আমি নেই বলে আক্ষেপ করিনা।
আমি অনেক কিছুতে নেই-
যেমন ককপিটে আমি নেই

যুদ্ধের বৃত্তে নেই, পরাবৃত্তে নেই,
কোমর জড়িয়ে তেমন নাচের রাতেও ছিলাম না আমি

সারি সারি চেয়ারের স্নিগ্ধ সুষমায়,
মার্জিত নক্ষত্রের ভিড়ে আমি নেই

-- আমি নেই বলে আক্ষেপ করি না।

শুধু তোমাকে জানাতে চাই,
যুদ্ধের রাতে তোমার কাছে নাও ফিরতে পারি

তবে ভেবোনা আমি যুদ্ধে গেছি
অথবা আমার জেটপ্লেন ভেঙে গেছে গোলাপ বাগানে।
যেদিন ফিরবনা তোমার কাছে,
মনে করবে-
সেদিন যুদ্ধের রাত,
 এপার ওপার সমস্ত মৃতদেহে আমি শুয়ে আছি

(ছবিঃজর্জিয়া ও'কীফ)


No comments:

Post a Comment