Wednesday, 28 November 2018

আকাশপ্রদীপের মাসের কবিতা ১০

Image result for river fog

সমান্তরাল 
             -উমা মন্ডল

রক্ত  চোষা  বাদুরের  ডানার  ওপর
দেহটি  ঘুমিয়ে , সাদা  পোশাকের  মতো
রং  তুলে  নিয়ে  গেছে  বিধাতা  লেখনী ,
বৈধব্য  তারায়  গিলে  খায়  আকাশের  নীল  মেঘ।

কালবৈশাখীর অভিশাপ ?  তুলে  নেবে ঠোঁট  দিয়ে
কমন্ডুল  থেকে  ছুঁড়ে  দিয়েছিলো  আর্য,
ভাত  ছড়ানোর  মতো  করে  ;
খুঁটে  খেয়ে  নেয়  অনার্যের  পক্ষী-মাতা
সেই  থেকে  পিঠে  বয়  সিসিফাস -জ্বর, বৈশাখীর  কালাশৌচ ।

অ্যানিমিয়া  জীবাণুর  ঘর  ভালোবাসে
কালি  দিয়ে  দাগ  কাটে  সাদা  ক্ষেতে ,
বৈধব্য -পাতায় ।
জলা-শোক  খরা  দুঃখ  তৈরি  করে  কুমোরের
চাকা  দিয়ে , দেবী  জল  পাবে  না  ধর্মে  সইবে
কলসি  কাঁখে  সাদা  কাপড়ের  পুঁটলির পোড়াখই  ;

কন্যা  জল  তুলে  দেয়  দেবী-মুখে , পুরোহিত  ধর্ম
ভাসায়  গঙ্গার  সাদা  জলে .........

(ছবিঃ অ্যান্ড্রিউ উয়েইথ) 

No comments:

Post a Comment