বাদামওলা
-পিয়াল রায়
ওকে তো দেখেছি
কীভাবে সারাদিন চার্চে বসে বসে ঢুলত
কীভাবে সারারাত
ওকে একটু একটু গিলে নিত
সন্তানের আগুনসুপ্ত মুখ
আর চারপাশ থেকে
কীভাবে রগুড়ে বাতাস হেসে হেসে
গড়িয়ে পড়ত এ ওর গায়ে
ভেতরে ভেতরে সবার গল্পই এক
সাদাকালো আর কালোসাদা
এত এত নেই-এর মধ্যে শুধু
হাবুডুবু আর কান্নাকাটি
কান্নাকাটি আর বন্ধ হয়ে ওঠা
অথচ মুখেচোখে জল দেবে এমন কেউ নেই
কেউ নেই জীবনের ভিতর দিয়ে যাবে চৌষট্টি আদর
অনেকদিন পর আজ আবার
ভিজে যাচ্ছে বাদামওলা
বাদামের ঝুড়ি থেকে খসে পড়ছে জল
এসো, বাক্স বদল করে আনন্দ হয়ে উঠি আজ
(ছবিঃ জন স্যামসেন )
No comments:
Post a Comment