কজ ওয়ে
-অ নু স ঞ্জ না ঘো ষ
লিলিথ জানেই না কখন ভোর পাখি হয়ে উঠলো। আজানের সকাল যেন একমুঠো শিউলি। টুপ টাপ শ্রাবণ আর ভিজে যাওয়া পায়রার গান। সবটাই তুমি। ঢেউ এর ওপর ঢেউ তুলছে নদী। আমরা অপেক্ষা করছি একটা বড় ঢেউ এসে আমাদের ভিজিয়ে দিয়ে যাবে। একটাও পাল তোলা নেই। বাতাসের কাজ এখন জলের সঙ্গে লুকোচুরি। বহুদূর পার করে শিকড় ছুঁয়েছে নদী। কে যেন বলেছিল বসন্ত আসবেনা একটাও। সেই থেকে শুরু হল পাতা ঝরার মরসুম, রং মাখা আগুন। প্রতিটা ঋতুই ফাগুনে মিশে গেল। এই বর্ষাতেও ভিজেছি পাশাপাশি কখনো ইউটার্ণে কখনো শুনশান গাছেদের ভিরে।
আমি 'তুমি' লিখে রাখি আমার সবটা অন্ধকার জুড়ে...
(ছবিঃ পিয়ের পেলেগ্রিনি)
No comments:
Post a Comment