ক্ষয়িষ্ণু
-অভ্রদীপ গোস্বামী
বারুদে প্রভুর হাত ছিল
যোনিতে প্রভুর হাত ছিল
আমার কলমে ছিল নুন আর খর তরকারি
এ বিশ্ব প্রভুর নির্মাণ
তোমার স্তনদুটি মায় বৃন্ত সৃষ্টিকর্তা প্রভু
আমার সমর্পনে রয়ে যায় ছায়া আর পাতাঝরার আকুতি
প্রভুকে বারুদ দাও
প্রভুকে যোনিগন্ধ দাও
আমার জন্য রাখো দাওদাও আগুন
জলে জলে নেভানো ছাইয়ের দই
আমাকে সৃষ্টি করো স্তনবৃন্ত আঁকো
আমাকে নস্যাৎ করো জড়িবুটি বশীকরণে
আমাকে ত্যাজ্য করো বিধর্মী ইমারত করো
প্রভু আর আমি মিলে বারুদের ভেতর শুঁকি যোনিগন্ধ
যোনির ভেতর খুজি নুন আর খর তরকারি...
( ছবিঃ স্যাগি ওয়াগন ট্রেইল)
No comments:
Post a Comment