জনারণ্যে একা
-নিবেদিতা মজুমদার
"সত্যি চলে যাচ্ছি..."
শেষ কথা ছিল তোমার-
তারপর
কিঙ্কিণী শব্দের শব এ যাবৎ
ঢিল ছোড়া দূরত্ব পেরোতে পারেনি ;
অথচ পঞ্চমীর রোশনাই
মানুষের ঢল
জহুরী চোখের আলগোছ
পিছু ছাড়েনা প্রজন্মান্তরেও!-
স্তব্ধ হয়ে দেখি
আমিই এগিয়ে আসছি,
নিজের দিকে
মিশে যেতে এগিয়ে আসছি
আমিই...
ভীর ঠেলে পাশ কাটিয়ে
চলে যাওয়ারা
তাচ্ছিল্যের হাসি হাসে
আমার পাথর খোদাই শরীরের দিকে চেয়ে
ছেনী হাতুড়ী তোমার হাত থেকে
খসে পড়ে -
সে যাওয়ার বুঝি শেষ দিন হয়না
পাশে থাকবে বলেও
যে বার বার চলে যায়।
(ছবিঃলোরেঞ্জো মন্টেজোমোলো)
No comments:
Post a Comment