Wednesday 28 November 2018

আকাশপ্রদীপের মাসের কবিতা ৩


Image result for fog photography


দাঁড়ি টানা যাচ্ছে না 
         -সৌমনা দাশগুপ্ত 
                               


এই ছায়াকে তুমি আর ছুঁতে পারছ না। আর ফাঁকফোকর দিয়ে যেটুকু রোদ্দুর এই ঘরে এসে পড়ছে তাকেও বুজিয়ে না দেওয়া অব্দি তোমার আর স্বস্তি হচ্ছে না। কয়েকটা অব্যয় আর কিছু প্রশ্নচিহ্ন এইমাত্র ঢুকে পড়ল প্রচ্ছদে। হাড়গোড় ভাঙা এইসব শব্দ দিয়ে তুমি আর কীভাবে সমাস তৈরি করবে। শুধু ক্রিয়াপদে ভরে উঠছে এই গল্প। এত যে ভেজানো হল তোমার চায়ের কাপ শুধু কালো তরলে ভরে উঠল। গন্ধ বিষয়ক তোমার পুরনো উদ্বেগ আবার ফিরে এসেছে দেখ। এই দেয়ালে আর পলেস্তারা দিয়ে উঠতে পারবে না। শুধু অবান্তর দু একটা বট অশ্বত্থের গাছ ইটের হাঁমুখ বেয়ে উঠে দাঁড়াবে। উল্টোদিকে দৌড়ে চলা এই সময়কে তুমি কি কোনও জিন বা লাগাম পরিয়ে নিয়ন্ত্রণে আনতে পারবে। কেবল সরলরেখা আঁকা হয়ে যাচ্ছে। আর কম্পাস ভেঙে দেওয়ার পর দিক সম্পর্কে তো আর কোনও দ্বিধাই থাকছে না




( ছবিঃ  প্যাট্রিক জেফায়ার ) 

No comments:

Post a Comment