Wednesday, 28 November 2018

আকাশপ্রদীপের মাসের কবিতা ৪

Related image

আলো বিষয়ক 
                 -নীলিমা দেব 


নদীটা দুলছে! ছায়া নিয়ে কাড়াকাড়ি করছে  জলের বেসিক। কৌটোর ভিতরে দহনের বর্ণমালা। কালো বাড়ি। সাদা-কালো ঘর। ঘরেরভিতর উল্টে যায় সূর্য। বেশরম পাখীরাও ! আলো ছিঁড়ে ছিঁড়ে বিছানায় পিকনিক .....


এই যে রং দিয়ে মেখে দিয়েছো সন্ধ্যার ওম
তাকে ম্যাচুউআর বললেই গোলাপি হয়ে উঠে চোখের ফিলিংস 
অদৃশ্য আঁকি
বেগুনী
টিপ থেকে গড়িয়ে পড়ছে  আষাঢ়
রিভার্স আলোর স্নান
এবারে আয়না ধরো ...


(ছবিঃ টোকামাচি) 

No comments:

Post a Comment