Tuesday 15 May 2018

বৈশাখের কবিতা ১

Image result for abstract fire painting

১৪২৮, বসন্ত
            -নীলাদ্রি বাগচী


ক।।

আজ আবার করতলে রঙীন বাতাস

আজ দেবীর দূর্লভ হাসি চাঁদে রাতে
ঘোর অব্দি নিয়ে গিয়ে আছড়ে ফেলেছে

আজ দোল... হন্তারক পরাভৃত জানে
আজ দিন
নষ্ট হয় পাতার চাবুকে....
আড়ালে বা আবডালে সামান্য শিসে.....

খ।।

জ্যোৎস্না বিন্যাসে একা
শূন্য চাঁদ উঠে আসছে মাথার ওপরে...
পায়ের তলায় সাদা শ্লেট
প্রথম অক্ষর শিখছে আগাছার ঝাড়
আঁক শিখছে বিলিতি বাগান

আমিও অক্ষর চিনছি
নেমে আসা কটু রক্ত স্রোতে....
জ্যোৎস্না গন্ধ ম ম করছে, ভিজে যাচ্ছি
হত্যাকারী চাঁদজাত উল্লাস অভিধা ছুঁয়ে ছুঁয়ে....

গ।।

অবেলা ফিরেছে বারবার

রান্নাঘরে, খাবার টেবিলে..
এলোমেলো কাগজ বাতাসে...
জলের গেলাসে, জাগে, শিয়রে ওষুধে. ..
স্নান ঘরে চুলের মায়ায়....

ফিরেছে বারম্বার
গোছানোর দিনে আরো অগোছালো সম্ভবনা নিয়ে....

( ছবিঃ শ্যারন কামিং ) 

No comments:

Post a Comment