Tuesday 15 May 2018

বৈশাখের কবিতা ৮

Related image

পথের প্রার্থনা
                 -বিপ্লব গঙ্গোপাধ্যায় 


এসো , লুকোনো রাস্তটাই সন্ধান করি প্রথমে
দরকার হলে সাফসুতরো করে নেব  ময়লা লাগা তন্দ্রার বিন্যাস।
আমি জানি যতই  তীব্র হোক নির্জনতা
দূরে কেউ আছে
তার গায়ে দিগন্তের আকুলতা
তার পায়ে ভিন্ন এক পথের ইশারা
অন্যমনস্ক ভাবে সে পেরিয়ে যাচ্ছে জীবনের কোলাহল।

ময়লা লেগে থাকা ভুল স্বপ্নের নীচে খনন করি অনাঘ্রাত পথ ।

( ছবিঃ স্যান্ডর বোর্তন্যিক )

No comments:

Post a Comment