জন্মদাগ
-শিবু মণ্ডল
গাছেরা ডালপাতা হয়ে বাড়তে থাকে
সময় কুঠারের ধার নিয়ে চমকায়
কাট্ ! কাট্ ! আঘাতের সুমধুর কাট্
শুকিয়ে যাওয়া সময় আগুনের দিকে তাকিয়ে
বৃক্ষ আর বাতাস ভস্মের দিকে ধেয়ে যায়
মাটির গভীরে শেকড়ের করুণ আর্তনাদ
তবুও রক্তবীজ সবুজ, তবুও রক্তবীজ অঙ্কুরিত
আমরা সেই বৃক্ষের সাথে সময়ের জ্যামিতিক সম্পর্ক
খুঁজতে গিয়ে আসবাবের রূপ দিই ,মাত্রা বেঁধে দিই
তারপরও একটা গাছ যত না আঘাতের কথা বলে
অনেক অনেক বেশি সময়ের জন্মদাগ বয়ে চলে
(ছবিঃ এরিক সীবেন্থাল )
No comments:
Post a Comment