Tuesday, 15 May 2018

বৈশাখের কবিতা ১২

Image result for abstract painting famous artist

ভৈরবী  আলোর মত জ্বালা
                          -সুতপা চক্রবর্তী

হিংসে মিশিয়ে রেখেছি
এসে খেয়ে যেও..... কালসাপ
ভৈরবী আলোর মতো জ্বালা

বিষানো ভাত
হা প্রাণেশ্বর! ভালোবাসা বোঝো?
যৌনতার চাইতে অমোঘ
শরীরী আবদার মেটাতে যেও না
পুড়ে যাবে
আঙড়াওঠা ত্বক জল নয়; একটু পাড় চায়
চিরি, জিরি,  বরাক
যাহয় কিছু একটা।
তার তলে লুকোনো কিছু বিষ ছড়িয়ে দেবে বলে এখন
ভান করছে
ভালোবাসার।
তারচেয়ে রিরংসা ভালো

তবুও কিছু ভালো নয়
যেমন করে কালসাপ
যেমন করে জোড়া ভ্রু
যেমন করে.....
না, থাক আজ বরং
দুমুঠো হিংসে খাই

(ছবিঃ লী ক্রেসনার) 

No comments:

Post a Comment