Tuesday 15 May 2018

বৈশাখের কবিতা ৭

Image result for fire painting

বিন্দু ও বিসর্গ  
          -প্রদীপ চক্রবর্তী


বিন্দুর মতো বিসর্গের বাড়ি
বিন্দুর মতো শরীর বিসর্গের
বিন্দু পালা গেয়ে গাঁয়ে গাঁয়ে ঘুরছে
জগৎপুরের হাটে দুটো শিঙাড়া খেতে গিয়ে
প্রায় ধরা পড়ার অবস্থায় বিসর্গ বিষম খেলো |

বিন্দুর দৌড়োতে দৌড়োতে সর্বাঙ্গে জমেছে ঘাম
বৃষ্টিভেজা গরমের রাতে
আলো না - নেভানো এক বাড়ি থেকে
জনশূন্য পথে ভেসে আসে উড়ো কথার মতো বিসর্গ ...

বিন্দুর একটাই তো জীবন ...!
প্রতি - নিয়ত বিসর্গ একা হতে থাকে ,
বিন্যাসে ক্রমজায়মান বিন্দু যেন সুযোগের ব্যবহার ,
বিন্দু বৃত্তরেখা | স্পন্দনের নিদ্রাবিষ্ট অচল
স্বীকৃতি ...

অল্প খেয়ে অল্প বেঁচে নিস্তেজ দৃশ্য বোনার ভেতর
যতটা বোঝেন বিন্দু ,
 আর তার সদৃশ চেতনা ,
বিসর্গ কি বোঝে সব ,
                বিসর্গের মতো কেউ বোঝে ?

( ছবিঃ অ্যান্ড্রিয়া অ্যালেগ্রোন )

1 comment: