তুলসী ও রজনীগন্ধা ৩৩
-অভ্রদীপ গোস্বামী
বৃষ্টিকেই প্রাথমিক শর্ত ভেবেছি এতদিন
প্রেমের প্রখরেরও
যেমন ভেবেছি কবিতার ছন্দগত টানাপোড়েন
দুর্নিবার ভীরু হৃদয়ের কাছে
সমস্ত শব্দের যন্ত্র বিকল ও যন্ত্রনাদায়ক হয়ে
উঠলে
বৃষ্টি নামে আলগোছে তোমার আঁচলে
ভেজানো মুখের কথা নয়
তবু নামে ছন্দগত মিলে ও বিন্যাসে
সমস্ত প্রদাহ যখন মাত্রাতিরিক্ত
সহ্য ক্ষমতার সীমা ছাড়িয়েছে
তখন বৃষ্টি নামে ক্ষমতায় দুহাত বুলিয়ে
বৃষ্টিপাতের শব্দ প্রাথমিক জেনেছি এতদিন
শর্তহীন ভাবেই যেমন জেনেছি রাধার অভিসার
এখন প্রতিটি ছন্দ পতনের আগে
মেপে নিচ্ছি জলবিভাজিকা। অভিসারের সংজ্ঞা।
( ছবিঃ সের্গ উইয়াডার্নি )
No comments:
Post a Comment