Tuesday, 15 May 2018

বৈশাখের কবিতা ৫

Image result for abstract flame painting

বিবর
         -পিয়াল রায়

লিখতে পারছি না আর
আমার কলম বিন্দু বিন্দু রক্তে
সাজিয়ে তুলছে কাগজ
তাদের না আছে ভুত না আছে ভবিষ্যৎ

শোনো, তুমি কি একবার
ঘাসের শিকড় সরিয়ে দেখবে
কোনো চিঠি এলো কি না?
যা আমাকে রেবেকা নামের শিশুটি
পাঠিয়েছিল গত গ্রীষ্মে

ওদের ওখানে জল নেই
ওদের ওখানে হাঁসও নেই তাই
অথচ রেবেকা হাঁসের জন্য জমিয়েছে
ঈষৎ রঙা কয়েকশো নূপুর

 জানালায়
আপেলের ক্লান্ত ছায়া সরে এলো
শাখা থেকে ঝরে গেলো সূর্যাস্ত শিখর

আমাকে তার ঠিকানা দাও
সে পথে আমি পাঠিয়ে দিই
আমার বোধশূন্য বেহাগ




( ছবিঃ পিয়া স্নেইডার )

No comments:

Post a Comment