নির্দয় মানুষের এলাকায়-২
-জ্যোতির্ময় বিশ্বাস
আর আমারও কি বলার আছে কিছু বলো
অধিকাংশ সমব্যথী মানুষের মতো অপরিহার্য ও নিষ্ক্রিয় হয়ে থাকা ছাড়া। তুমি তো তবু ফুল বিক্রি করছিলে সংসদ ভবনের সামনে, পার্কে, রাজপথে, দুনিয়ায়। তুমি যখন ডান হাতে চোখ মুছে বয়স্কা রমণীর মতো দুঃখ বিষয়ে কিছু বলছো, আমি নিচু হয়ে চুপ হয়ে বোবা হয়ে যাই, আমি চোখে কিছু দেখিনা আর। বধির হয়ে যাই আর তুমি ভাবো কেউ মন দিয়ে শুনছে কথাগুলি। ফুল বিক্রির কথা, হাতের ব্যথার কথা আম্মুর কথা ইত্যাদি...
( ছবিঃমার্কাস ওবাল )
No comments:
Post a Comment